দেশকৃষক আন্দোলনে মুখ খুলে দেশ জুড়ে ফের বিতর্কে জড়ালেন কঙ্গনা রানাউত
আইন প্রত্যাহারের দাবিতে অনেকদিন ধরেই চলছে কৃষক আন্দোলন। যা সম্প্রতি দেশে এক অন্য আকার ধারণ করেছে। গত ২৬ শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসে সেই কৃষকরা ট্রাক্টর মিছিল করে লালকেল্লায় জোর করে ঢুকে পড়েন, সংঘর্ষ হয় পুলিশের সাথে। এর ভিত্তিতে অভিনেত্রী কঙ্গনা রানাউত টুইট করে একটি ভিডিও শেয়ার করেন। যেখানে তিনি বলেন, করোনা মহামারীর সঙ্গে লড়াই করে যেখানে দেশ নিজেকে শক্তিশালী করে তোলার চেষ্টা করছে; সেখানে অন্যদিকে কৃষক আন্দোলনের নাম করে যাঁরা বিক্ষোভ করছেন, গোটা বিশ্বের কাছে ভারতের মাথা নীচু করে দিচ্ছেন, তাঁদের জেলে ভরা উচিত। এই নিয়ে শুরু হয়েছে নানা বিতর্ক, নানা জল্পনা।