Kamarhati | একসঙ্গে ৫৭ টি বাড়ি ভেঙে ফেলার নির্দেশ! ৭টি বাড়ির মালিকের বিরুদ্ধে জারি FIRও!

Monday, February 10 2025, 12:09 pm
Kamarhati | একসঙ্গে ৫৭ টি বাড়ি ভেঙে ফেলার নির্দেশ! ৭টি বাড়ির মালিকের বিরুদ্ধে জারি FIRও!
highlightKey Highlights

১ থেকে ৭ নম্বর ওয়ার্ডের মধ্যে ৫৭ টি বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিল কামারহাটি পুরসভা!


১ থেকে ৭ নম্বর ওয়ার্ডের মধ্যে ৫৭ টি বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিল কামারহাটি পুরসভা! ইতিমধ্যে ধোবিয়া বাগান এলাকায় একটি বহুতল ভাঙার কাজ শুরুও করে দিয়েছে পুরসভা। পুর প্রধানের দাবি, এই ৫৭টি বাড়ির মধ্যে ১৭টি বাড়ির মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে এইসব বাড়ির মালিকদের নোটিস দিয়ে ডাকা হলেও ওই বাড়ির মালিকরা হাজিরা দেননি। এছাড়াও পুরসভার দাবি, ওই বাড়িগুলি বেআইনিভাবে নির্মাণ হয়েছে এবং পুরসভাকে কোনও নকসা দেওয়া হয়নি, কোনও অনুমতিও নেওয়া হয়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File