তামিলভূমের আসন্ন বিধানসভা নির্বাচনে লড়বেন কমল হাসান! সোমবার নিজেই সেকথা ঘোষণা করলেন।

Monday, December 14 2020, 11:10 am
highlightKey Highlights

সোমবার জানালেন অভিনেতা তথা রাজনীতিবিদ কমল হাসান, ২০২১ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে লড়বেন তিনি। রবিবার থেকেই আসন্ন নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছিলেন মাক্কাল নিধি মইয়াম দলের পুরোধা কমল হাসান। সোমবার জানিয়ে দিলেন তিনি নিজেও নির্বাচনে লড়বেন। সংবাদসংস্থা এএনআইকে তিনি একথা জানিয়েছেন। তবে কোন আসন থেকে কমল হাসান লড়বেন তা এখনই জানাতে চাননি তিনি। সেই ঘোষণা ভবিষ্যতের খাতায় তুলে রেখেছেন। উপযুক্ত সময়েই তা জানাবেন। তামিলভূমের আসন্ন নির্বাচনে জেতার বিষয়েও আশাবাদী তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File