Kalyanmoy Ganguly | পার্থর পর কল্যাণময়! নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিও!
Wednesday, November 19 2025, 10:57 am
Key Highlightsনিয়োগ দুর্নীতি মামলায় সদ্য জামিন পেয়ে জেলমুক্তি পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ও।
নিয়োগ দুর্নীতি মামলায় সদ্য জামিন পেয়ে জেলমুক্তি পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ও। সিবিআইয়ের করা মামলায় বুধবার তাঁকে জামিন দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ২০১৬ সালের SSCর নিয়োগে যে দুর্নীতির অভিযোগ ওঠে, তাতে সে সময়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির দায়িত্বে থাকা কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের হাত ছিল বলে অভিযোগ করে সিবিআই। পরে ২০২২ সালে তাঁকে গ্রেফতার করে সিবিআই। এদিকে, ইডিও কল্যাণময়ের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- মধ্যশিক্ষা পর্ষদ
- শিক্ষক নিয়োগে দুর্নীতি
- জামিন
- সিবিআই
- এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

