R G Kar | লাইভ স্ট্রিমিংয়ে 'না' মুখ্যমন্ত্রীর, দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা, টানটান স্নায়ু যুদ্ধ
Saturday, September 14 2024, 4:04 pm
Key Highlightsটানটান চলছে দু’পক্ষের স্নায়ু যুদ্ধ। আদৌ কি বৈঠক হবে? নাকি নবান্নর মতো এবারও ভেস্তে যাবে বৈঠক।
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়েও হলো না বৈঠক। একদিকে বাড়ির গেটে অপেক্ষারত মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, বৃষ্টিভিজে বৈঠকের জন্য অপেক্ষা করছেন জুনিয়র ডাক্তাররা। রাজ্য সরকারের তরফে না লাইভ স্ক্রিনিং, না ভিডিয়োগ্রাফি কোনওটিই সম্ভব নয় বলেই আন্দোলনকারীদের জানানো হয়েছে। এ দিকে, স্বচ্ছতার দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরাও। ফলে নবান্নের পর কালীঘাটের বৈঠকেও জট অব্যাহত।
- Related topics -
- আর জি কর কান্ড
- মমতা ব্যানার্জী
- শহর কলকাতা
- কালীঘাট

