সাফল্যের কাহিনী

Jyotishka Biswas | 'চাঁদের পাহাড়'-এ নদিয়ার ছেলে জ্যোতিষ্ক! সাইকেলেই বিভূতিভূষণের শঙ্করকে টেক্কা দিলেন বঙ্গতরুণ

Jyotishka Biswas | 'চাঁদের পাহাড়'-এ নদিয়ার ছেলে জ্যোতিষ্ক! সাইকেলেই বিভূতিভূষণের শঙ্করকে টেক্কা দিলেন বঙ্গতরুণ
Key Highlights

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় নিয়ে জ্যোতিষ্ক পৌঁছে গেলেন আফ্রিকার বিখ্যাত রোয়েনজোরি পর্বতে।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী বই ‘চাঁদের পাহাড়’ সঙ্গে নিয়ে বাস্তবের চাঁদের পাহাড় আফ্রিকার বিখ্যাত রোয়েনজোরি পর্বত জয় করলেন নদিয়ার করিমপুরের জামতলার বাসিন্দা জ্যোতিষ্ক বিশ্বাস। ছোটবেলা থেকেই জ্যোতিষ্কের ভ্রমণের শখ। গত জুন মাসে নিজের জমানো টাকা আর একমাত্র সাইকেলটি নিয়ে বেরিয়ে পড়েছিলেন রেলওয়ে হেড অফিস, বোম্বাসা, পূর্ব আফ্রিকার উদ্দেশ্যে। সঙ্গে নিয়েছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘চাঁদের পাহাড়’ এবং একটি চিরকূট, তাতে লেখা ‘ট্রিবিউট টু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়’। শঙ্করের অজেয় চাঁদের পাহাড় জয় করেছেন তিনি।