Jyoti Malhotra | জ্যোতিকে টাকা দিতো UAE-র বেসরকারি সংস্থার পাকিস্তানের অফিস? সামনে এলো চাঞ্চল্যকর তথ্য!
Thursday, May 22 2025, 2:01 pm

সূত্রের খবর, জ্যোতির একাধিক ভিডিয়ো স্পনসর করেছে UAEর একটি বেসরকারি ফার্ম, যার একটি শাখা রয়েছে পাকিস্তানে!
পাকিস্তানের 'খোচর' হিসেবে কাজ করার অভিযোগে গ্রেফতার ভারতীয় ইউটিউবার জ্যোতি মালহোত্রার তদন্তে প্রকাশ্যে নয়া চাঞ্চল্যক্যর তথ্য। সূত্রের খবর, জ্যোতির একাধিক ভিডিয়ো স্পনসর করেছে UAEর একটি বেসরকারি ফার্ম, যার একটি শাখা রয়েছে পাকিস্তানে! ওই সংস্থাটির টাকা সংক্রান্ত কোনও অনিয়মের তথ্য না মিললেও জ্যোতির সমস্ত স্পনসরের দিকে নজর গোয়েন্দাদের। প্রাথমিক ভাবে তদন্তকারীদের সন্দেহ, বিলাসবহুল জীবনযাত্রার জন্য আর্থিক লোভ দেখানো হয়েছিল জ্যোতিকে। পাকিস্তানে গেলে তার চ্যানেলে আরও ভিউয়ার্স বাড়বে, বিশ্বাস করেছিল সে।