Sandip Ghosh | 'আজই যেন সন্দীপ ঘোষ নিজে ছুটিতে যান। না হলে আদালত তাঁকে সরাতে নির্দেশ দেবে'-কড়া বার্তা বিচারপতি টিএস শিবজ্ঞানমের

Tuesday, August 13 2024, 9:09 am
Sandip Ghosh | 'আজই যেন সন্দীপ ঘোষ নিজে ছুটিতে যান। না হলে আদালত তাঁকে সরাতে নির্দেশ দেবে'-কড়া বার্তা  বিচারপতি টিএস শিবজ্ঞানমের
highlightKey Highlights

মঙ্গলবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম আরজি কর নিয়ে মামলার প্রেক্ষিতে বলেন, 'আজই যেন সন্দীপ ঘোষ নিজে ছুটিতে যান।


'স্বেচ্ছায়' আরজিকরের অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন চিকিৎসক সন্দীপ ঘোষ। তবে সেদিনই বিকেলের মধ্যে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষের দায়িত্ব পান তিনি। এরপরই উত্তাল ন্যাশনাল মেডিক্যাল কলেজ। এই পরিস্থিতিতে মঙ্গলবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম আরজি কর নিয়ে মামলার প্রেক্ষিতে বলেন, 'আজই যেন সন্দীপ ঘোষ নিজে ছুটিতে যান। না হলে আদালত তাঁকে সরাতে নির্দেশ দেবে।' অন্যদিকে, আদালতের নজরদারিতে তদন্ত চান আর জি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File