রাজ্য

Jadavpur-Calcutta HC | যাদবপুরে রাজনৈতিক কর্মসূচিতে জারি নিষেধাজ্ঞ প্রত্যাখ্যান করলেন বিচারপতি!

Jadavpur-Calcutta HC | যাদবপুরে রাজনৈতিক কর্মসূচিতে জারি নিষেধাজ্ঞ প্রত্যাখ্যান করলেন বিচারপতি!
Key Highlights

১৩ মার্চ পর্যন্ত যাদবপুরে রাজনৈতিক কর্মসূচিতে যে নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট, তা এবার তুলে নিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

 ১৩ মার্চ পর্যন্ত যাদবপুরে রাজনৈতিক কর্মসূচিতে যে নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট, তা এবার তুলে নিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আদালতের বক্তব্য, রায়ের ওই অংশ কার্যকর হয়েছে। এখন আর কোর্ট ওই দায়িত্ব নিজে নিতে চায় না। তবে এবার থেকে কোনও সংগঠন কিছু করতে চাইলে প্রশাসনকে জানাতে হবে। প্রশাসন আবেদন শুনে বিবেচনা করবে অনুমতির ব্যাপারে। অন্যদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষা মিটলেই আবার যাদবপুর ইস্যুতে বড় কর্মসূচি ডাকার কথা বলে দিয়েছে বিজেপি।