‘আমি রূপান্তরকামী’, নতুন নাম এলিয়ট পেজ বিস্ফোরক দাবী অস্কার মনোনীত তারকার !
Wednesday, December 2 2020, 11:07 am

‘জুনো’, ‘ইনসেপশন’-এর মতো একাধিক গুরুত্বপূর্ণ ছবির অভিনেত্রী অভিনয় জগতে পা রাখার অল্পদিনের মধ্যেই অস্কার মনোনয়নের তকমা জুড়ে গেছিল। এমনকি তিনি ক্রিস্টোফার নোলানের মতো পরিচালকের প্রিয়পাত্রীও হয়ে উঠছিলেন, কিন্তু তাতে সে খুশি নয়। ত্রিশ বছর পর তিনি নিজেকে নতুন করে পুরুষ বললেন। গত মঙ্গলবার নিজের টুইটার প্রোফাইলের নাম বদলে করলেন এলিয়ট পেজ এবং জানালেন ‘আমি রূপান্তরকামী’। তারপরেই তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বার্তার বন্যা শুরু হয়, বিশেষত লিঙ্গবৈষম্য নিয়ে সমাজসেবা মূলক কাজের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনও অভিনন্দন জানিয়েছেন।
- Related topics -
- সেলিব্রিটি
- এলিয়ট পেজ
- অভিনেতা
- রূপান্তরকামী
- অস্কার মনোনয়ন