Ninja Hattori । প্রয়াত হলেন 'নিনজা হাতোরি' নামক জনপ্রিয় কার্টুনের কণ্ঠশিল্পী জুনকো হরি

Tuesday, November 26 2024, 4:16 pm
Ninja Hattori । প্রয়াত হলেন 'নিনজা হাতোরি' নামক জনপ্রিয় কার্টুনের কণ্ঠশিল্পী জুনকো হরি
highlightKey Highlights

বার্ধক্যজনিত কারণ মৃত্যু হলো জনপ্রিয় কার্টুন নিনজা হাতোরি এবং ডোরেমন এর কণ্ঠশিল্পী জুনকো হরির।


বার্ধক্যজনিত কারণ মৃত্যু হলো জনপ্রিয় কার্টুন নিনজা হাতোরি এবং ডোরেমন এর কণ্ঠশিল্পী জুনকো হরির। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর৷ এই কিংবদন্তি ডাবিং আর্টিস্ট জন্মসূত্রে ছিলেন জাপানের বাসিন্দা। এই সপ্তাহে তাঁর মৃত্যুর খবর ঘোষণা করেছে তাঁর প্রোডাকশন সংস্থা বাওবাব। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বিনোদন জগতে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File