R G Kar | পুলিশকে লক্ষ্য করে ইট, ফেলে মার! সংঘর্ষে মাথা ফাটল পুলিশের! 'নবান্ন অভিযানে একেবারেই নেই' জুনিয়র চিকিৎসকরা

Tuesday, August 27 2024, 8:55 am
highlightKey Highlights

আন্দোলনকারী চিকিৎসকরা জানিয়ে দেন, কর্মবিরতির সিদ্ধান্তে অনড় তাঁরা। তবে মঙ্গলবার ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর ডাকা নবান্ন অভিযানে তাঁরা একেবারেই থাকছেন না।


আজ নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। ব্যারিকেড ভেঙে নবান্নের দিকে এগোচ্ছে বিক্ষোভকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে পাল্টা পদক্ষেপ পুলিশেরও। ছোঁড়া হলো টিয়ার গ্যাস, জলকামান। সংঘর্ষে মাথা ফেটেছে এক পুলিশের তবে এই 'অরাজনৈতিক' প্রতিবাদ মিছিলে নেই জুনিয়র চিকিৎসকরা। সোমবার মেডিক্যাল কলেজে ছিল গণ কনভেনশন। সেখানে আন্দোলনকারী চিকিৎসকরা জানিয়ে দেন, কর্মবিরতির সিদ্ধান্তে অনড় তাঁরা। প্রতিবাদে বুধবার ২৮ অগস্ট মিছিলেরও ডাক দিয়েছেন। তবে মঙ্গলবার ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর ডাকা নবান্ন অভিযানে তাঁরা একেবারেই থাকছেন না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File