R G Kar | কলকাতায় এক অনন্য ভোর! হঠাৎ জাতীয় সঙ্গীত গেয়ে উঠলেন জুনিয়র ডাক্তাররা, জল বিস্কুট বাড়িয়ে দিলেন পুলিশের দিকে
একধারে ধরনায় বসেছিলেন আন্দোলনকারীরা। অপরপ্রান্তে চেয়ারে বসে ছিলেন পুলিশ কর্মীরা। রাত তখন প্রায় ৩টে ৪৫ মিনিট। হঠাৎই জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন আন্দোলনকারী চিকিৎসকরা।
কলকাতার বিবি গাঙ্গুলি স্ট্রিটে জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলাকালীন রাতভর পুলিশের সঙ্গে মুখোমুখি হয় তারা। আন্দোলনকারীরা জাতীয় সঙ্গীত গাইলে পুলিশ সদস্যরা দাঁড়িয়ে যায়। চিকিৎসকেরা মানবিকতার ভিত্তিতে পুলিশকে জল ও বিস্কুট দেন। মঙ্গলবার সকালে আন্দোলন জারি রয়েছে, কিছু ডাক্তার গানে গেয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। দেখা যাক, দিনটি তাদের জন্য কী কিছু নিয়ে আসে।
- Related topics -
- আর জি কর কান্ড
- শহর কলকাতা
- লালবাজার
- কলকাতা পুলিশ