UGC-র নির্দেশ মেনে কলাবিভাগে মূল্যায়ন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্থগিত অন্তর্বর্তী সেমিস্টারের পরীক্ষা

UGC-র নির্দেশ মেনে কলাবিভাগে মূল্যায়ন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্থগিত অন্তর্বর্তী সেমিস্টারের পরীক্ষা
শিক্ষা৭ আগস্ট ২০২১
কলা বিভাগে অন্তর্বর্তী সেমিস্টারের পরীক্ষা বাতিল করে ইউজিসির নির্দেশমাফিকই মূল্যায়ন নির্ধারণের সিদ্ধান্ত নিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। অন্যদিকে সময়সীমা-বিতর্কের কারণেও ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষাও স্থগিতই করে দেওয়া হয়েছে। গত মাসেই ইউজিসি জানিয়েছিল, পরীক্ষা নয়, অন্তর্বর্তী সিমেস্টারের মূল্যায়ন করতে হবে আগের সিমেস্টারের ফল এবং বর্তমান সিমেস্টারের অন্তর্বর্তী মূল্যায়নের ফল দ্বারা। এ বিষয়ে সম্প্রতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিশ্ববিদ্যালয়গুলিকেই সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন। তার পরেই এই সিদ্ধান্ত নেয় যাদবপুর বিশ্ববিদ্যালয়।

লেটেস্ট আপডেট