Jpmorgan Layoffs | ১০০০ জন কর্মী ছাঁটাই কেবল ফেব্রুয়ারিতেই! ধাপে ধাপে আরও ছাঁটাই করবে বিশ্বের অন্যতম বৃহৎ ব্যাঙ্কিং-আর্থিক প্রতিষ্ঠান!
Thursday, February 13 2025, 1:26 pm

এবার কর্মী ছাঁটাই শুরু করলো বিশ্বের অন্যতম বৃহৎ ব্যাঙ্কিং ও আর্থিক প্রতিষ্ঠান জেপিমর্গান চেজ়।
এবার কর্মী ছাঁটাই শুরু করলো বিশ্বের অন্যতম বৃহৎ ব্যাঙ্কিং ও আর্থিক প্রতিষ্ঠান জেপিমর্গান চেজ়। প্রথম ধাপে ফেব্রুয়ারিতে অন্তত ১০০০ জন কর্মীকে ছাঁটাই করেছে এই সংস্থা। সূত্রের খবর, চলতি বছর ধাপে ধাপে আরও কর্মীকে চাকরি থেকে ছাঁটাই করবে জেপিমর্গান চেজ়। Barron's এর রিপোর্ট অনুযায়ী মার্চ, মে, জুন, অগস্ট এবং সেপ্টেম্বরে ধাপে ধাপে ছাঁটাই করা হতে পারে। জেপিমর্গান চেজ় জানিয়েছে, সাধারণ ব্যবসায়িক পদক্ষেপ এই ছাঁটাই এবং এর ফলে খুব কম সংখ্যক কর্মী প্রভাবিত হবেন।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- কর্মসংস্থান
- কর্মী ছাটাই
পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File
পেয়ে যান দিনের সেরা খবরগুলো সরাসরি আপনার ইনবক্সে
আপনার ব্যক্তিগত তথ্য আমাদের সাথে সর্বদা সুরক্ষিত।