বঙ্গকন্যা জয়ী ঘোষের যুগান্তকারী আবিষ্কার, গোপন রাখা যাবে হ্যাকারদের হাত থেকে গুরুত্বপূর্ণ নথি

Friday, February 5 2021, 4:55 pm
highlightKey Highlights

হ্যাকারদের হাত থেকে গোপন নথি, তথ্য বাঁচাতে যুগান্তকারী আবিষ্কার বঙ্গ তনয়া জয়ী ঘোষের। হ্যাকারদের হানাদারি যে ভাবে বাড়ছে বিশ্বজুড়ে তাতে টেলিযোগাযোগ অর্থাৎ টেলিকমিউনিকেশন ব্যবস্থাকে প্রায় ১০০ শতাংশ সুরক্ষিত ও নিরাপদ করার প্রয়োজনটাই সবচেয়ে জরুরি। হ্যাকারদের হাত থেকে গোপন নথি, তথ্য বাঁচাতে এক অভিনব যমজ ভাইয়ের আবিষ্কার করেছেন কলকাতার বাঙুর অ্যাভিনিউয়ের বাসিন্দা জয়ী ঘোষ। এই দুই যমজ ভাই আদতে আলোর কণা ‘ফোটন'। তাদের মাধ্যমে কোনও বার্তাকে অবিকল, অবিকৃত ভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় একেবারে নিরাপদে পাঠিয়ে দেওয়ার একটি বিশেষ পদ্ধতির দিশা দেখিয়েছেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File