নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রয়াত ব্রিটিশ ঔপন্যাসিক জন লে কারে
Monday, December 14 2020, 6:30 am
Key Highlights ঠান্ডা যুদ্ধ সংক্রান্ত থ্রিলারকে অন্য মাত্রায় পৌঁছে দেওয়া ব্রিটিশ ঔপন্যাসিক জন লে কারে গত শনিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তাঁর প্রকৃত নাম হল ডেভিড কর্নওয়েল। একজন সরকারি কর্মী হয়ে নিজের নামে সব উপন্যাস না লিখতে পারার জন্য গ্রহণ করলেন ছদ্মনাম জন লে কারে এবং অতঃপর, বিশ্বজুড়ে তিনি এই নামেই খ্যাত হয়েছেন। ১৯৬৩ সালের সর্বাধিক বিক্রিত উপন্যাস ‘দ্য স্পাই হু কেম ইন ফ্রম দ্য কোল্ড’ পড়েই ইয়াং ফ্লেমিং জেমস বন্ড চরিত্রের সৃষ্টি করেছিলেন। তিনি ছিলেন গুপ্তচর সংক্রান্ত থ্রিলারের অন্যতম সেরা রূপকার।