US Navy | চিনের দাপট থমকাতে ইন্দো-প্যাসিফিকে AIM 174B মিসাইল আনল জো বাইডেনের দেশ
ইন্দো-প্যাসিফিকে AIM 174B মিসাইল আনল জো বাইডেনের দেশ। কার্যত ইন্দো-প্যাসিফিকের আকাশপথে চিনের দাপট থমকাতেই এই সিদ্ধান্ত বলে ধারণা।
ইন্দো-প্যাসিফিকে AIM 174B মিসাইল আনল জো বাইডেনের দেশ। কার্যত ইন্দো-প্যাসিফিকের আকাশপথে চিনের দাপট থমকাতেই এই সিদ্ধান্ত বলে ধারণা। এই মিসাইলের বিভিন্ন বৈশিষ্টের মধ্যে অন্যতম হল, এটির দীর্ঘতম রেঞ্জ। এটি ৪০০ কিলোমিটার দূরের বস্তুতে হানা দিতে পারে। যা চিনের পিএল১৫ মিসাইলের রেঞ্জকেও ছাপিয়ে যায়। আর সেই জায়গা থেকেই এই মিসাইল, বেজিংয়ের মাথা ব্যথার কারণ হতে পারে।তবে পিছিয়ে নেই চিনও। পিএল ১৫ এর থেকেও বেশি রেঞ্জের মিসাইল তারাও তৈরি করছে বলে খবর।
- Related topics -
- আন্তর্জাতিক
- আমেরিকা
- চীন
- শক্তিশালী মিসাইল