আন্তর্জাতিক

দ্বন্দ্ব নয়, চিনের সঙ্গে টক্কর অর্থাৎ প্রতিযোগিতাকে প্রাধান্য দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন

দ্বন্দ্ব নয়, চিনের সঙ্গে টক্কর অর্থাৎ প্রতিযোগিতাকে প্রাধান্য দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন
Key Highlights

চিনের সঙ্গে দ্বন্দ্বের পরিবর্তে প্রতিযোগিতাকে প্রাধান্য দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার আমেরিকান কংগ্রেসে তাঁর প্রথম বক্তৃতায় বাইডেন জানান, তাঁর সঙ্গে চিনের প্রেসিডেন্ট শি চিনফিংয়ের কথা হয়েছে এবং তিনি শি-কে জানিয়েছেন— ‘‘প্রতিযোগিতা স্বাগত, দ্বন্দ্ব-বিরোধ চাইছি না।’’ বাইডেন বলেন, আমেরিকা যাতে বিশ্ব বাজারে তার আধিপত্য ধরে রাখতে পারে, সে ব্যাপারেই সচেষ্ট হবে তাঁর প্রশাসন। আগামী ১০০ দিনের মধ্যে নতুন করে আমেরিকার উত্থান শুরু হবে বলেও দাবি করেন তিনি। ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারে বারবারই দাবি করতেন, বাইডেন ক্ষমতায় এলে চিনের প্রতি নরম নীতি নেবেন। তাতে আমেরিকার জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হবে।