আন্তর্জাতিকআমেরিকায় নয়া ইতিহাস গড়ার শপথ নিলেন জো বিডেন, বললেন ‘অনেক ক্ষতের মেরামত প্রয়োজন’
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পরই পুরোদমে কাজ শুরু করে দিয়েছেন জো বিডেন। প্রথম দিনে ১৫টা কার্যনির্বাহী আদেশে সই করেছেন তিনি। ক্যাপিটল বিল্ডিংয়ে বুধবার ভারতীয় সময় রাত দশটা নাগাদ শপথ নেওয়ার পর বিডেন বলেন, ‘‘আমরা আমেরিকার নতুন ইতিহাস রচনা করব। আমাদের অনেক ক্ষত মেরামত করার প্রয়োজন আছে। অনেক কিছু গড়ার আছে।’’ ট্রাম্প জমানার যে আমূল পরিবর্তন ঘটতে চলেছে তার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘‘বহু মানুষ কাজ হারিয়েছেন। অর্থনীতি ভেঙে পড়েছে। এটা গণতন্ত্রের দিন। গণতন্ত্রেরই জয় হয়েছে।’’ ৭৮ বছর বয়সি নয়া প্রেসিডেন্ট বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ফের অতীতের জায়গায় নিয়ে যাওয়ারও প্রতিশ্রুতি দেন।