জিও গ্রাহকদের জন্য সুখবর! ৬ মাসের প্ল্যানগুলির ভ্যালিডিটি যথাক্রমে 15 দিন এবং 30 দিন করে বাড়লো

Thursday, April 8 2021, 10:27 am
জিও গ্রাহকদের জন্য সুখবর! ৬ মাসের প্ল্যানগুলির ভ্যালিডিটি যথাক্রমে 15 দিন এবং 30 দিন করে বাড়লো
highlightKey Highlights

জিও কাস্টোমারদের জন্য নতুন অফার নিয়ে হাজির হল Reliance Jio। এই অফার উপলব্ধ হবে মূলত তাঁদের জন্যই, যাঁরা JioFiber-এর লং-টার্ম ব্রডব্যান্ড প্ল্যান ব্যবহার করে থাকেন। JioFiber-এর এই লং-টার্ম ব্রডব্যান্ড প্ল্যানগুলির ভ্যালিডিটি আরও 30 দিন পর্যন্ত বাড়াল রিলায়েন্স জিও। এই নতুন অফার কার্যকরী হবে JioFiber-এর সেমি-অ্যানুয়াল এবং অ্যানুয়াল প্ল্যানগুলির ক্ষেত্রে। সম্প্রতি টেলিকম টকের একটি রিপোর্টে এমনই তথ্য তুলে ধরা হয়েছে। ইতিমধ্যেই ভ্যালিডিটি বাড়ানোর এই অফার JioFiber ওয়েবসাইটে লিস্টিং করা হয়েছে, প্ল্যানস সেকশনে। JioFiber-এর মোট সাতটি সেমি-অ্যানুয়াল প্ল্যান রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File