JIO 5G | Jioর 5G স্মার্টফোনের ব্যাটারি ‘লাইফ’ বাঁচায়? এমনটাই দাবি করছে রিলায়েন্স Jio

Thursday, November 14 2024, 2:02 pm
highlightKey Highlights

এই সংস্থার দাবি, তাদের 5G নেটওয়ার্ক স্মার্টফোনের ‘লাইফ’ বাঁচাতে পারে ২০ থেকে ৪০ শতাংশ!


5G নেটওয়ার্ক বাঁচায় স্মার্টফোনের ব্যাটারি? এমনটাই দাবি করছে রিলায়েন্স Jio। এই সংস্থার দাবি, তাদের 5G নেটওয়ার্ক স্মার্টফোনের ‘লাইফ’ বাঁচাতে পারে ২০ থেকে ৪০ শতাংশ! আসলে Jioর এই ‘ট্রু 5G’র ক্ষমতা রয়েছে ফোনের ব্যাটারির কর্মক্ষমতা বাড়িয়ে দেওয়ার। যেমন, যখন কোনও ইউজার সোশাল মিডিয়া অ্যাপ ব্যবহার করছেন, সেক্ষেত্রে জিও 5G নেটওয়ার্ক একটি লো ব্যান্ডের সঙ্গে যুক্ত হবে। আবার প্রয়োজনমতো তা মিড ব্যান্ড কিংবা হাই এন্ডের সঙ্গে যুক্ত হবে প্রয়োজনমতো। এর ফলে অনেক বেশি ব্যাটারির শক্তি সাশ্রয় হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File