James Anderson । টেস্ট কেরিয়ারে ইতি টানলেন জিমি অ্যান্ডারসন! শেষ টেস্টেও ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নিলেন ৪টি উইকেট!
Friday, July 12 2024, 1:40 pm

টেস্ট কেরিয়ারে ইতি টানলেন জিমি অ্যান্ডারসন (James Anderson)। আড়াই দিনে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম টেস্টে হারাল ইংল্যান্ড।
টেস্ট কেরিয়ারে ইতি টানলেন জিমি অ্যান্ডারসন (James Anderson)। আড়াই দিনে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম টেস্টে হারাল ইংল্যান্ড। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে লর্ডসে ৪টি উইকেট নিয়েছেন ৪১ বছর বয়সী জিমি। মোট ৭০৪টি উইকেট ঝুলিতে ভরে টেস্ট কেরিয়ারে ইতি টানলেন অ্যান্ডারসন। প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে টেস্ট খেলেছেন অ্যান্ডারসন। টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়া পেসারদের তালিকায় শীর্ষে কিন্তু জিমিই। উল্লেখ্য, ১৮৮টি টেস্টে ৩৫০টি ইনিংসে ৪০ হাজারেরও বেশি ডেলিভারি করেছেন তিনি। টেস্টের ইতিহাসে তিনি তৃতীয় সর্বাধিক উইকেটশিকারী বোলার।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- ক্রিকেটার
- টেস্ট ম্যাচ