দেশ

Jhasi Medical College | শিশুদের ওয়ার্ড NICUতে অগ্নিকান্ড! ঝাঁসি হাসপাতালে মৃত্যু বেশ কয়েক শিশুর

Jhasi Medical College | শিশুদের ওয়ার্ড NICUতে অগ্নিকান্ড! ঝাঁসি হাসপাতালে মৃত্যু বেশ কয়েক শিশুর
Key Highlights

ঝাঁসির লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজের NICU-তে আগুনে বেশ কয়েক শিশুর মৃত্যু, ৩৭ জনকে উদ্ধার করা হয়েছে।

উত্তরপ্রদেশের ঝাঁসি মহারানী লক্ষীবাঈ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড! সূত্রের খবর, শিশু ওয়ার্ডে আগুন লেগেছে। দুর্ঘটনায় বেশ কিছু শিশুর মৃত্যুও হয়েছে বলে সূত্রের খবর! এখনও পর্যন্ত ওই ওয়ার্ড থেকে ৩৭ জন শিশুকে উদ্ধার করে নিরাপদে নিয়ে যাওয়া গিয়েছে। জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের পর প্রাণ রক্ষার জন্য হাসপাতালে রোগীর পালাতে শুরু করলে সেখানে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, প্রশাসনের আধিকারিকরা এবং দমকল। শর্ট সার্কিট থেকে আগুনের লাগতে পারে বলে অনুমান।