Jhansi Hospital | মৃত্যু আরও ৩ শিশুর! ঝাঁসির হাসপাতালে বাচ্চাদের NICU ওয়ার্ডের অগ্নিকান্ডে বাড়লো শিশু মৃত্যুর সংখ্যা
Thursday, November 21 2024, 11:31 am
Key Highlightsগত ১৫ নভেম্বর রাতে উত্তরপ্রদেশের ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজে NICU ওয়ার্ডে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ শিশুর।
গত ১৫ নভেম্বর রাতে উত্তরপ্রদেশের ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজে NICU ওয়ার্ডে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ শিশুর। ওয়ার্ডে সেই সময় ৪৯টি শিশু ছিল। তাদের মধ্যে ৩৯ জনকে উদ্ধার করা হয়। কিন্তু তাদের মধ্যে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে বলে খবর। এখনও আরও দুজন শিশু গুরুতর অসুস্থ রয়েছে। তবে হাসপাতালের পক্ষ থেকে বলা হয়, ওই তিন শিশুর মৃত্যুর সঙ্গে অগ্নিকাণ্ডের কোনও যোগ নেই। এই শিশুরা মারা গিয়েছে অসুস্থতার কারণে।
- Related topics -
- দেশ
- ভারত
- উত্তরপ্রদেশ
- অগ্নিকান্ড
- শিশু
- শিশুমৃত্যু

