রাজ্য

Jessore Road । বর্ষবরণের মুখেই ভোগান্তির আশঙ্কা, যশোর রোড বন্ধ থাকবে টানা ২ দিন

Jessore Road । বর্ষবরণের মুখেই ভোগান্তির আশঙ্কা, যশোর রোড বন্ধ থাকবে টানা ২ দিন
Key Highlights

সংস্কারের জন্য শনি ও রবিবার ৪৮ ঘন্টা বন্ধ থাকবে জেলা সদর বারাসত ও সংলগ্ন এলাকার যশোর রোড। ফলে বর্ষবরণের আগে দুর্ভোগের আশঙ্কা করছেন বহু মানুষ।

দীর্ঘদিন কাজিপাড়া রেলগেট সংলগ্ন যশোর রোডের অবস্থা বেহাল হওয়ায় দুর্ঘটনা এড়াতে রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছে প্রশাসন। এর জেরে শনি ও রবিবার ৪৮ ঘন্টা বন্ধ থাকবে জেলা সদর বারাসত ও সংলগ্ন এলাকার যশোর রোড। আগামী ৪জানুয়ারির মধ্যে সংস্কারের কাজ শেষ করতে চায় কতৃপক্ষ। এর জেরে আগামী ২৮ এবং ২৯ ডিসেম্বর ৪৮ঘন্টা যশোর রোডের এই অংশে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা পুলিশ। এই দুদিন বনগাঁগামী গাড়িগুলিকে অন্য রাস্তায় ঘুরিয়ে দেওয়া হবে।