JEE Main 2026 Exam | সরস্বতী পুজোর দিন দিতে হবেনা পরীক্ষা, বদলে গেলো JEE মেন-এর তারিখ
Thursday, January 15 2026, 1:49 pm

Key Highlights২৩ জানুয়ারি পরীক্ষার দিনবদলে সায় দিল জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা বা NTA. তবে পরিবর্তিত দিন এখনও জানানো হয়নি।
২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন এবং সরস্বতী পুজো উপলক্ষে রাজ্যে ছুটির দিন। এদিকে NTAর সূচি অনুযায়ী, আগামী ২১ থেকে ২৪ জানুয়ারি এবং ২৮ জানুয়ারি জয়েন্টে মেনের (JEE Main) পেপার ১ পরীক্ষা হওয়ার কথা। ফলে সরস্বতী পুজোর দিনও পরীক্ষা দিতে হতো ছাত্র ছাত্রীদের। ওইদিনের বদলে পরীক্ষার বিকল্প দিনের আবেদন জানিয়েছিল রাজ্য সরকার। সেই আর্জিতে সাড়া দিয়ে বৃহস্পতিবার এক্স হ্যান্ডল পোস্টে ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, ২৩ জানুয়ারি বঙ্গে জয়েন্ট মেন পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। তবে পরিবর্তিত দিন এখনও জানানো হয়নি।
- Related topics -
- রাজ্য
- জয়েন্ট এন্ট্রান্স
- জয়েন্ট এন্ট্রান্স
- জয়েন্ট এন্ট্রান্স বোর্ড
- জয়েন্ট এন্ট্রাস
- পশ্চিমবঙ্গ
- সরস্বতী পুজো
- পরীক্ষা বাতিল


