দেশ

Ahmedabad Plane Crash | ধ্বংসাবশেষের মধ্যে বেজে চলেছে ফোন, আসছে টেক্সট! কিন্তু কোথায় গেলেন জাভেদরা?

Ahmedabad Plane Crash | ধ্বংসাবশেষের মধ্যে বেজে চলেছে ফোন, আসছে টেক্সট! কিন্তু কোথায় গেলেন জাভেদরা?
Key Highlights

মুম্বইয়ে মায়ের সঙ্গে দেখা করে স্ত্রী মরিয়ম এবং দুই সন্তানকে নিয়ে লন্ডনে ফিরছিলেন প্রবাসী জাভেদ আলী।

মুম্বইয়ে মায়ের সঙ্গে দেখা করে স্ত্রী মরিয়ম এবং দুই সন্তানকে নিয়ে লন্ডনে ফিরছিলেন প্রবাসী জাভেদ আলী। কিন্তু কে জানতো তারা যে বিমানে উঠছেন তা আছড়ে পড়বে টেক অফের পরেই! বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার পর যখন উদ্ধারকাজ চলছে তখন ধ্বংসাবশেষের মধ্যে বেজে চলে ফোন, কিন্তু তুলছে না কেউ। সেই ফোন জাভেদের। সব থেকে মর্মান্তিক ঘটনা, এখনও তাঁদের ফোনে কল যাচ্ছে। হোয়াটসঅ্যাপ করলে মেসেজ ডেলিভার হচ্ছে। কিন্তু কেউ ফোন ধরছে না বা রিপ্লাই করছে না। কোথায় জাভেদ এবং তাঁর পরিবার, তার হদিশ এখনও নেই।