Jasprit Bumrah | চোটের জন্য বাদ বুমরাহ! ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওয়ানডে সিরিজে দুটি ম্যাচ খেলতে পারবেন না জশপ্রীত
চোটের জন্য প্রথম দুটি ম্যাচে খেলতে পারবেন না জশপ্রীত বুমরাহ।
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের তিনদিনের ওয়ানডে সিরিজ আর দুদিন পর শুরু হবে। কিন্তু তার আগেই টিম ইন্ডিয়ার জন্য দুঃসংবাদ। চোটের জন্য প্রথম দুটি ম্যাচে খেলতে পারবেন না জশপ্রীত বুমরাহ। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের আগে নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকর জানিয়ে দিলেন, প্রথম দুটি ম্যাচে খেলবেন না বুমরাহ। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার জন্য বুমরাহর বিশেষ বুলেটিন বের করা হবে। আগরকর বলেন, "বুমরাহকে পাঁচ সপ্তাহের জন্য বিশ্রাম নিতে বলা হয়েছে। আমরা ওর শারীরিক অবস্থার উপর নজর রাখছি।"