IPL 2025 | খেলছেন না হার্দিক-বুমরাহ, আইপিএল শুরুর আগেই কপালে ভাঁজ মুম্বই ইন্ডিয়ান্সের

তারকা জশপ্রীত বুমরাহ প্রথম তিনটি ম্যাচে নেই। ওভাররেটের নিষেধাজ্ঞার কারণে প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না হার্দিক পাণ্ডিয়া। জোর ধাক্কা খেল মুম্বই শিবির।
২২ মার্চ শুরু হচ্ছে আইপিএলের মরশুম। রবিবার সন্ধ্যায় চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে প্লেয়ার ভাগ্য এবার ভালো নয় মুম্বইয়ের। চোটের কারণে গোটা চ্যাম্পিয়ন্স ট্রফিতেই মাঠের বাইরে ছিলেন জশপ্রীত বুমরাহ। এবার আইপিএলে মুম্বাইয়ের হয়ে প্রথম তিনটি ম্যাচ খেলতে পারবেন না বিশ্বের একনম্বর তারকা পেসার। শুধু বুমরাহ নন, ২৩ তারিখ সিএসকে’র বিপক্ষে অধিনায়কত্ব করতে পারবেন না মুম্বই ক্যাপ্টেন হার্দিক পাণ্ডিয়াও। মরশুমের শেষ ম্যাচে ওভাররেটের নিষেধাজ্ঞা রয়েছে তাঁর বিরুদ্ধে।