Jasprit Bumrah | প্রশ্নের মুখে বুমরাহর ক্রিকেট কেরিয়ার! ফের চোট পেলেই সবশেষ! আশঙ্কার কথা বললেন শেন বন্ড!

বর্তমানে বেঙ্গালুরুতে BCCIর সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাবে রয়েছেন তিনি।
এখনও চোট সারিয়ে খেলার মাঠে ফিরতে পারেননি জশপ্রীত বুমরা। বর্তমানে বেঙ্গালুরুতে BCCIর সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাবে রয়েছেন তিনি। এই আবহে বুমরাহকে নিয়ে চিন্তার খবর শোনালেন প্রাক্তন কিউয়ি ক্রিকেটার শেন বন্ড। তিনি বলেন, একই জায়গায় আবার চোট পেলে প্রশ্নের মুখে পড়তে পারে বুমরার কেরিয়ার। নিউজ়িল্যান্ডের প্রাক্তন পেসার বলেন, ‘একটানা এত ওয়ার্কলোড নিলে ফের চোট পাওয়ার সম্ভাবনা বাড়বে। একই জায়গায় যদি আবার চোট পান, তাহলে কেরিয়ার শেষ হয়ে যেতে পারে। কারণ, চোটের জায়গায় বারবার সার্জারি করা সম্ভব হয় না সবসময়।’