স্বামী-স্ত্রীর একই পদবি বাধ্যতামূলক, রায় জাপান সুপ্রিম কোর্টের
Thursday, June 24 2021, 7:23 am
Key Highlightsজাপানের সুপ্রিম কোর্টের বৈবাহিক সম্পর্কে নয়া রায়। জাপানের সিভিল কোডের ৭৫০ ধারা অনুযায়ী, বিয়ের সময় স্বামীকে স্ত্রীর বা স্ত্রীকে স্বামীর পদবি গ্রহণ করতে হবে। এই ধারা অনুযায়ী, জাপানে বিয়ের পর স্বামী-স্ত্রীর পদবি এক রাখতে হবে। কিন্তু এই নিয়মে বৈবাহিক মহিলাদের কর্মক্ষেত্রে তাদের বিবাহের পূর্বের পদবি নিয়ে অনেকরকম অসুবিধের মুখে পড়তে হয়। তাই তিন দম্পতি জাপানের সুপ্রিম কোর্টে এই আইনের বিরোধিতায় দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু তাদের আবেদন খারিজ করে এই রায় দিয়েছে আদালত। কিন্তু আইনি নথিতে বিয়ের পরের পদবি ব্যবহার বাধ্যতামূলক।
- Related topics -
- আন্তর্জাতিক
- আইন
- জাপান
- সুপ্রিম কোর্ট

