Prashant Kishor | বিহারে রোড শো চলাকালীন প্রশান্ত কিশোরের গাড়িতে বাইকের ধাক্কা, পাঁজরে গুরুতর আঘাত পেলেন নেতা
Friday, July 18 2025, 5:54 pm

রোড শো চলাকালীন দুর্ঘটনার কবলে জনসূরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর।
শুক্রবার বিহারের আরায় রমনা ময়দানে জনসভা করতে যাচ্ছিলেন জনসূরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরের। রাস্তায় রোড শো চলাকালীন গাড়ির গেট খুলে পা দানিতে দাঁড়িয়ে জনগণের উদ্দেশে হাত নাড়ছিলেন নেতা। সেসময় একটি বাইক এসে সজোরে গাড়ির খোলা গেটে ধাক্কা মারে। জনসূরজ পার্টির তরফে সোশাল মিডিয়ায় জানানো হয়েছে, পাঁজরে গুরুতর আঘাত লেগেছে প্রশান্ত কিশোরের। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে পাটনা হাসপাতালে রেফার করেন চিকিৎসা। সূত্রের খবর, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।
- Related topics -
- দেশ
- প্রশান্ত কিশোর
- রাজনীতিবিদ
- রাজনীতি
- অসুস্থ