করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার পরও কোভিড পজিটিভ জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা

Tuesday, March 30 2021, 6:31 am
highlightKey Highlights

গত ২ রা মার্চ শ্রীনগরের শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স থেকে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ৮৪ বছর বয়সী জম্মু- কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও লোকসভা সাংসদ ফারুক আবদুল্লা। এরপর আজ মঙ্গলবার সকাল ৯ টা নাগাদ তাঁর পুত্র তথা ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আব্দুল্লা ট্যুইট করে জানান যে তাঁর বাবা ফের করোনায় আক্রান্ত হয়েছেন। কিছুদিন পরেই করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কথা ছিল তাঁর। ওমর পাশাপাশি একথাও জানিয়েছেন যে, "তাঁরা নিজেদের ঘরবন্দি করে রেখেছেন এবং তাঁদের করোনা পরীক্ষা হচ্ছে, ততদিন নিভৃতবাসেই থাকবেন"। পাশাপাশি ওমর টুইটে অনুরোধ করেছেন,‘সম্প্রতি যাঁরা আমাদের কাছাকাছি এসেছেন, তাঁরাও জরুরি সতর্কতাগুলি মেনে চলুন’।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File