Janata Unnanyan Party | নিশা চট্টোপাধ্যায়ের জায়গায় আবুল হাসান, বালিগঞ্জে প্রার্থী বদল হুমায়ুন কবীরের!

Wednesday, December 24 2025, 8:25 am
highlightKey Highlights

নিশা চট্টোপাধ্যায়কে সরানোর ২৪ ঘণ্টা পেরনোর আগেই বালিগঞ্জ আসনে নতুন প্রার্থীর নাম ঘোষণা করল হুমায়ুন কবীরের জনতা উন্নয়ন পার্টি।


তৃণমূল থেকে সাসপেন্ডেড হওয়ার পরই জনতা উন্নয়ন পার্টি নামে নতুন দল ঘোষণা করেছেন হুমায়ুন কবীর। বিধানসভা নির্বাচনে ১০ আসনের প্রার্থীতালিকা ঘোষণা করেন তিনি। তালিকায় বালিগঞ্জের প্রার্থী হিসেবে তিনি ঘোষণা করেছিলেন নিশা চট্টোপাধ্যায়ের নাম। রাত পেরনোর আগেই সিদ্ধান্ত বদল করলেন হুমায়ুন। বালিগঞ্জ আসনে নতুন প্রার্থী হিসেবে প্রাক্তন পুলিশ কর্তা আবুল হাসানের নাম ঘোষণা করলো জনতা উন্নয়ন পার্টি। এবিষয়ে আবুল হাসান বলেন, “আমি রাজনীতি করার লোক নই। দীর্ঘদিন ধরে পুলিশে চাকরি করেছি। হুমায়ুন বলছে দাঁড়াতেই হবে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File