দেশ

Kulgam | কুলগাঁওয়ে সেনা-সন্ত্রাসবাদী গুলির লড়াই, খতম ২ সন্ত্রাসবাদী, শহীদ হলেন ২ সেনা জওয়ান

Kulgam | কুলগাঁওয়ে সেনা-সন্ত্রাসবাদী গুলির লড়াই, খতম ২ সন্ত্রাসবাদী, শহীদ হলেন ২ সেনা জওয়ান
Key Highlights

গুদার বনাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নিহত হয়েছে দুই সন্ত্রাসবাদী। সংঘর্ষে প্রাণ গিয়েছে ভারতীয় সেনার দুই জওয়ানেরও।

সেনাবাহিনীর কাছে খবর ছিল জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার গুদার বনাঞ্চলে কিছু সন্ত্রাসবাদী লুকিয়ে রয়েছে। সোমবার ওই বনাঞ্চলে সন্ত্রাসবাদ বিরোধী তল্লাশি অভিযান শুরু করে জম্মু ও কাশ্মীর পুলিশ, ভারতীয় সেনাবাহিনী এবং CRPFএর একটি যৌথ বাহিনী। তল্লাশি চলাকালীন নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি ছোড়ে সেনারাও। সেনাবাহিনীর গুলিতে ২ সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে। দুজনকেই চিহ্নিত করা হয়েছে। দুপক্ষের সংঘর্ষে শহীদ হয়েছেন ভারতীয় সেনার দুই জওয়ান।