উড়ন্ত ড্রোনে ৫ কেজি বিস্ফোরক! গুলি করে ড্রোন নামিয়ে বিস্ফোরক উদ্ধার করে কাশ্মীর পুলিশ

Friday, July 23 2021, 7:39 am
highlightKey Highlights

জম্মুতে ফের ড্রোনের মাধ্যমে বিস্ফোরণের ছক জঙ্গিদের। তবে জঙ্গিদের এইবারের পরিকল্পনা ভেস্তে যায় পুলিশি সজাগে। শুক্রবার আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভারতের আট কিমির মধ্যে জম্মু কাশ্মীর পুলিশের নজরে এল একটি ড্রোন। তৎক্ষণাৎ গুলি করে সেই ড্রোন আখনুরে নামাল পুলিশ। ওই ড্রোন থেকে উদ্ধার করা হয়েছে ৫ কেজি বিস্ফোরকও। এই বিষয়ে জানতে পারার পরেই জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং আধিকারিকদের ড্রোনের ব্যাপারে সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File