Jammu & Kashmir | জম্মু ও কাশ্মীরে ফের মেঘভাঙা বৃষ্টি, মৃত্যু হয়েছে কমপক্ষে ৩ জনের, নিখোঁজ ২
Saturday, August 30 2025, 4:48 am

শুক্র ও শনিবারের মধ্যবর্তী রাতে জম্মু ও কাশ্মীরে ফের একবার মেঘভাঙা বৃষ্টি হল। এর জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩ জনের।
গত দুদিনের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু ও কাশ্মীর। শুক্র ও শনিবারের মধ্য রাতে বৃষ্টির তোড়ে রাত সাড়ে ১২টা নাগাদ রাজগড় গ্রামে দুটি বাড়ি ও একটি স্কুল ভবন ভেসে যায়। রামবন জেলার রাজগড় তহসিলের দ্রুবলা, নাটনা ও কুমাইতে এলাকায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৩ জনের। এখনও ২ জন নিখোঁজ। নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল। শনির ভোরে জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় ভয়ঙ্কর ভূমিধস হয়। ভূমিধসের কারণে বাড়ি ভেঙে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে একই পরিবারের ৫ শিশু সহ ৭ জনের ।