Jammu and Kashmir | জম্মু কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টি, প্রাকৃতিক বিপর্যয়ের জেরে মৃত ৪ জন, আহত অন্ততঃ ৬

শনিবার রাতে এই প্রাকৃতিক বিপর্যয়ের জেরে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে এবং ৬ জন আহত হয়েছেন।
সংবাদ সংস্থা সূত্রে খবর, শনিবার মধ্যরাতে জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার রাজবাঁধ এলাকার জরঘাঁটি গ্রামে মেঘভাঙা বৃষ্টির জেরে ধস নামে। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে সেখানকার বাড়ি ঘর এবং জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ধসের জেরে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬ জন। এলাকায় পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটানা বৃষ্টির জেরে নদীর জলস্তর বিপদসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে। এলাকায় সতর্কতা জারি হয়েছে।