১১ বছর আগে ব্রডকে ‘সমকামী’ বলা টুইট মুছে ফেলেও অ্যান্ডারসন রেহাই পাচ্ছেন না বিতর্ক থেকে
Wednesday, June 9 2021, 12:23 pm
Key Highlightsব্রিটিশ ক্রিকেটার জেমস অ্যান্ডারসনের ১১ বছর আগে করা একটি টুইট কে ঘিরেই নতুন করে শুরু হয়েছে বিতর্ক। বিতর্কের জেরে বাধ্য হয়ে ২০১০ সালের ২০ ফেব্রুয়ারি করা তাঁর সেই টুইটটি মুছে ফেলেন অ্যান্ডারসন। কিন্তু তাতেও রেহাই মিললো না তাঁর। সেই টুইটে অ্যান্ডারসন লিখেছিলেন, ‘ব্রডের নতুন হেয়ারকাট প্রথম বার দেখলাম। এটা সম্পর্কে নিশ্চিত নই। তবে ওকে ১৫ বছরের সমকামী বলে মনে হচ্ছে।’ দলের সতীর্থ স্টুয়ার্ড ব্রডকে ‘সমকামী’ বলে মন্তব্য করায় অ্যান্ডারসনের সেই টুইটটি নতুন করে ভাইরাল হয়।
- Related topics -
- খেলাধুলা
- জেমস অ্যান্ডারসন
- টুইটার
- স্টুয়ার্ড ব্রড
- ক্রিকেটার

