Jalpaiguri Flood Situation | আচমকা বন্যায় ধূলিসাৎ ময়নাগুড়ি, নিশ্চিহ্ন গ্রামের ৩০০ বাড়ি, বিপাকে গ্রামবাসীরা
Wednesday, October 8 2025, 4:49 am

ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রামপঞ্চায়েতের খাটোর বাড়ি, তারার বাড়ি, চারের বাড়ি গ্রাম মিলিয়ে অন্তত এক হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত।
রবিবারের বন্যায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জলপাইগুড়ির একাধিক গ্রাম। এদিন ভুটানের থেকে হাতি নালায় জল ঢুকতেই সেই জল এসে পড়ে জলঢাকা নদীতে। মিনিট কুড়ির মধ্যে জলস্তর অস্বাভাবিক বেড়ে গিয়ে নদীতীরবর্তী গ্রামগুলি ভাসিয়ে নিয়ে যায়। কাঁচা বাড়ি তো বটেই, কংক্রিটের পিলার দেওয়া পাকা বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রামপঞ্চায়েতের খাটোর বাড়ি, তারার বাড়ি, চারের বাড়ি গ্রাম মিলিয়ে অন্তত এক হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত। তিন শতাধিক বাড়ি সম্পূর্ণ ধূলিসাৎ হয়েছে। গ্রামবাসীদের ঠাঁই হয়েছে প্রশাসনের ত্রাণ শিবিরে।
- Related topics -
- রাজ্য
- জলপাইগুড়ি
- বন্যা
- বৃষ্টিপাত
- পশ্চিমবঙ্গ