দেশ

Jalandhar Hospital | হাসপাতালে হঠাৎই বন্ধ অক্সিজেন সাপ্লাই, মৃত্যু ভেন্টিলেশন সাপোর্টে থাকা তিন রোগীর!

Jalandhar Hospital | হাসপাতালে হঠাৎই বন্ধ অক্সিজেন সাপ্লাই, মৃত্যু ভেন্টিলেশন সাপোর্টে থাকা তিন রোগীর!
Key Highlights

জলন্ধরের সিভিল হাসপাতালে হঠাৎই বন্ধ অক্সিজেন সাপ্লাই, মৃত্যু ভেন্টিলেশন সাপোর্টে থাকা তিন রোগীর।

হাসপাতালে হঠাৎই বন্ধ অক্সিজেন সাপ্লাই, মৃত্যু ভেন্টিলেশন সাপোর্টে থাকা তিন রোগীর। ঘটনাটি ঘটেছে জলন্ধরের সিভিল হাসপাতালে।রবিবার আচমকা তেল লিক করে অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যায়। পরে লিকেজ সারিয়ে অক্সিজেন সরবরাহ করা হলেও ওই তিন রোগীকে বাঁচানো যায়নি। এই ঘটনার পর হাসপাতালে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ স্বীকার করে জানায়, প্ল্যান্টে প্রযুক্তিগত ত্রুটির কারণে অক্সিজেন সরবরাহ সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে বিকল্প অক্সিজেন সিলিন্ডার চালুও করা হলেও তিনজনকে বাঁচানো যায়নি