India-China | চিনের সঙ্গে ভারতের সীমান্ত সমস্যার ৭৫ শতাংশ মিটে গিয়েছে, দাবি জয়শংকরের

Friday, September 13 2024, 3:16 pm
India-China | চিনের সঙ্গে ভারতের সীমান্ত সমস্যার ৭৫ শতাংশ মিটে গিয়েছে, দাবি জয়শংকরের
highlightKey Highlights

চিনের সঙ্গে ভারতের সীমান্ত সমস্যার ৭৫ শতাংশ মিটে গিয়েছে,জেনিভাতে একটি অনুষ্ঠানে এমনই দাবি করলেন জয়শংকর।


চিনের সঙ্গে ভারতের সীমান্ত সমস্যার ৭৫ শতাংশ মিটে গিয়েছে,জেনিভাতে একটি অনুষ্ঠানে এমনই দাবি করলেন জয়শংকর। জেনিভা সেন্টার ফর সিকিউরিটি পলিসিতে জয়শংকর বলেন, '২০২০ সালে যা ঘটে, তাতে একাধিক চুক্তি লঙ্ঘিত হয়েছিল। চিন বিশাল সংখ্যক সেনা সীমান্তে নিয়ে এসেছিল। তার জবাবে আমরাও আমাদের সেনা মোতায়েন করেছিলাম সীমান্তে। এখন শান্তি ফেরাতে সেনা প্রত্যাহার নিয়ে নিয়ে জটিলতা তা তৈরি হয়েছিল, তার ৭৫ শতাংশ সমস্যাই মিটে গিয়েছে। তবে এখনও আরও কিছু কাজ করা বাকি আছে।'




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File