Jagaddhatri Puja 2025 | কাল থেকে শুরু জগদ্ধাত্রী পুজোর সমারোহ, জেনে নিন তিথি ও ক্ষণ

Wednesday, October 29 2025, 6:21 am
highlightKey Highlights

২০২৫ সালে জগদ্ধাত্রী পুজো অক্টোবর মাসের শেষ দিনে পড়ছে। কিন্তু তিথি শুরু হচ্ছে তার আগের দিন থেকে।


সাধারণত দুর্গাপুজো এবং কালীপুজোর পরে কার্তিক মাসের শুক্লপক্ষের নবমীতে এই পুজো অনুষ্ঠিত হয়। ২০২৫ সালের জগদ্ধাত্রী পুজোর নবমী তিথি ও ক্ষণ = নবমী তিথি শুরু: ৩০ অক্টোবর, ২০২৫, বৃহস্পতিবার, সকাল ১০:০৬ মিনিট থেকে। নবমী তিথি শেষ: ৩১ অক্টোবর, ২০২৫, শুক্রবার, সকাল ১০:০৫ মিনিট পর্যন্ত। প্রধানত নবমীর পুজো: ৩১ অক্টোবর, ২০২৫, শুক্রবার। এই দিনটিকেই সাধারণত 'জগদ্ধাত্রী পুজো হিসাবে গণ্য করা হয়। সকালে পূর্বাহ্ন পুজো ও মধ্যাহ্ন পুজো সম্পন্ন হবে এবং সন্ধ্যায় আরতি ও প্রসাদ বিতরণের মাধ্যমে পুজো শেষ হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File