Jadavpur University | অবসরের ৪ দিন আগেই সরিয়ে দেওয়া হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্তকে!

Friday, March 28 2025, 10:41 am
Jadavpur University | অবসরের ৪ দিন আগেই সরিয়ে দেওয়া হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্তকে!
highlightKey Highlights

রাজভবন যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক গুপ্তর দায়িত্ব প্রত্যাহার করেছে; বিশ্ববিদ্যালয় আবার উপাচার্যবিহীন।


অবসরের ৪ দিন আগে সরিয়ে দেওয়া হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্তকে৷ তাঁকে উপাচার্যের পদ থেকে সরানোর নির্দেশ দেওয়া হল রাজভবনের তরফে। বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের অনুমোদনেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে খবর। এরপরই ভাস্কর গুপ্ত জানিয়েছেন, চাকরি জীবনের বাকি তিন দিন তিনি ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন বিভাগের অধ্যাপক হিসাবে কাজ করবেন। উল্লেখ্য, আগামী ২২ এপ্রিলই তার উপাচার্যের দায়িত্ব শেষ হওয়ার কথা ছিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File