হাতে আর মাত্র ৩ দিন! ইনকাম ট্যাক্স রিটার্নের শেষ দিন ৩১শে জুলাই
Wednesday, July 28 2021, 5:30 am
Key Highlightsকরোনা আবহকালীন পরিস্থিতি থাকার কারণে চলতি বছরে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার শেষ দিন হল ৩১শে জুলাই অর্থাৎ আগামী শনিবার। উল্লেখ্য, কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, চলতি বছরে ৩১শে জুলাইয়ের আগেই ইনকাম ট্যাক্স কাটার সঠিক সার্টিফিকেট ১৬ নম্বর ফর্মে মঞ্জুর করতে হবে। অর্থনীতি বিশেষজ্ঞদের মতে, বার্ষিক আয়-ব্যায়ের হিসাব সময়মত সঠিকভাবে সরকারকে দেখালে বেশ কিছু টাকা বাঁচিয়ে নিজের সংসারে তুলে নেওয়া যায়। অন্যদিকে এই ট্যাক্স ফাইলে এতটুকু ভুলচুক হলে অনেকসময়ই মাশুল গুণতে হয় অনেকটাই বেশি। তাই সতর্ক থেকে আপনাকে এই কাজটি করতে হবে।