Bengal’s AI Hub | রাজারহাটে বাংলার প্রথম AI হাবে তৈরী করলো ITC! বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন থেকে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা
Wednesday, February 5 2025, 11:49 am

বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের প্রথম দিনে সেখান থেকেই গ্লোবাল সেন্টার অফ এক্সেলেন্স ফর আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স এর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উদ্বোধন হলো বাংলার প্রথম AI হাবের। আজ বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের প্রথম দিনে সেখান থেকেই গ্লোবাল সেন্টার অফ এক্সেলেন্স ফর আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স এর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজারহাটে আইটিসি ইনফোটেকের তৈরী এই এআই হাবের মাধ্যমে ৪০টি দেশের ক্লায়েন্টদের পরিষেবা দেওয়া হবে। ২০২৫ সালের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ITCর চেয়ারম্যান সঞ্জীব পুরী বলেন, ‘আমরা তথ্য প্রযুক্তি সেক্টরে নিজেদের উপস্থিতি আরও জোরদার করছি। সেই লক্ষ্যেই কলকাতায় এআই সেন্টার গড়ে তুলেছি। এখানে পর্যাপ্ত মেধা রয়েছে।’