Disha Salian | আত্মহত্যা নয়, আদিত্য খুন করেছে মেয়েকে, চাঞ্চল্যকর দাবি সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের বাবার

Thursday, March 20 2025, 4:10 pm
Disha Salian | আত্মহত্যা নয়, আদিত্য খুন করেছে মেয়েকে, চাঞ্চল্যকর দাবি সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের বাবার
highlightKey Highlights

আত্মহত্যা নয়। মেয়ে খুন হয়েছে। পাঁচ বছর পর নতুন করে মেয়ের রহস্যমৃত্যুর তদন্ত দাবি করলেন সুশান্ত সিং রাজপুতের ম্যানেজার দিশা সালিয়ানের বাবা।


২০২০ সালের ৮ই জুন মালাডের বহুতলের নিচে সুশান্ত সিং রাজপুতের ম্যানেজার দিশা সালিয়ানের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তার ৬ দিনের মাথায় মুম্বইয়ের ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এবার দিশা সালিয়ানের বাবা মেয়ের রহস্যমৃত্যুর তদন্তের দাবিতে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর দাবি, আত্মহত্যা নয়, গণধর্ষণ করে খুন করা হয়েছিল দিশাকে। এঘটনায় শিব সেনা নেতা আদিত্য ঠাকরের বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবি জানিয়েছেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File