Yuvraj Singh Biopic । এবার বড় পর্দায় যুবরাজ! সরকারিভাবে ঘোষণা হলো যুবরাজ সিংহের বায়োপিক নির্মাণের কথা
Wednesday, August 21 2024, 1:20 pm
Key Highlights
সরকারিভাবে যুবরাজ সিংহের বায়োপিক নির্মাণের কথা ঘোষণা করা হল।
দেশের হয়ে ক্রিকেটের ময়দানে এক সময় দাপিয়ে বেরিয়েছিলেন তিনি। ক্যানসারের সঙ্গে লড়াই করার সময়তেই ছিনিয়ে এনেছিলেন ওয়ার্ল্ডকাপের ট্রফি। টি ২০ বিশ্বকাপে হাঁকিয়েছিলেন ছয় বলে ছয় ছক্কা। এবার সেই ক্রিকেটারের বায়োপিক আসতে চলেছে বড় পর্দায়। সরকারিভাবে যুবরাজ সিংহের বায়োপিক নির্মাণের কথা ঘোষণা করা হল। ভূষণ কুমার এবং রবি ভাগচাঁদকা যুবরাজ সিং ঘোষণা করলেন ক্রিকেট তারকাকে বড় পর্দায় তুলে ধরার কথা। তাঁর সিনেমার কেরিয়ারের সরাংশ হতে চলেছে এই সিনেমা। ব্যক্তিগত জীবনের ছাপও থাকবে বলে জানা গিয়েছে।