Pahalgam Terrorist Attack-PSL | নৃশংস জঙ্গি হামলা, ভারতে ব্যান হলো পাকিস্তান সুপার লিগ!

পাকিস্তানের সঙ্গে যাবতীয় যোগ ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারতে পাকিস্তানি লিগের ম্যাচ না দেখানোর সিদ্ধান্ত নেওয়া হল।
দুদিন আগেই কাশ্মীরের পহেলগাঁওতে সাধারণ পর্যটকদের উপরে সন্ত্রাসবাদীরা হামলা চালায় সন্ত্রাসবাদীরা। আর এর প্রত্যাঘাতেই পাকিস্তানের ছ'দফা কূটনৈতিক স্ট্রাইক জারি করেছে ভারত। এছাড়াও ব্যান করা হয়েছে পাকিস্তানী পণ্য থেকে শুরু করে পাক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলও। এবার এর প্রভাব পড়লো পাকিস্তান সুপার লিগেও। ভারতীয় সম্প্রচারকারী সংস্থা 'ফ্যান কোড' পিএসএল সম্প্রচার করতো। কাশ্মীরের ঘটনার পরেই তাঁরা সিদ্ধান্ত নিয়েছে এই মরসুমের পিএসএল এর বাকি ম্যাচগুলির স্ট্রিমিং বাতিল করছে তাঁরা।